• অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস)
  • জনতা হজ্ব ডিপোজিট স্কিম
  • জনতা ডিপোজিট স্কিম (জেডিএস)
  • জনতা ব্যাংক নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প
  • জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (জেএমডিএস)
হিসাবের মেয়াদকাল০৫ (পাঁচ) বছর
মাসিক কিস্তির পরিমাণ৩০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০
সুদের হারবার্ষিক ৮.৫% সরল সুদ হারে (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)
কিস্তি প্রদানের তারিখমাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে)
হিসাব খোলার নিয়মাবলী১. বিদেশে অবস্থানরত/কর্মরত বাংলাদেশী নাগরিক এ হিসাব খুলতে পারবেন।
২. হিসাব খোলার ফর্মে ও নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহকের স্বাক্ষর, তিন কপি ছবি, পাসপোর্টের ১ম সাত পাতার ফটোকপিসহ সমুদয় কাগজপত্রাদি সত্যায়িত করে প্রেরণ করতে হবে।
৩. হিসাব খোলার ফরম, নমুনা স্বাক্ষর কার্ড ও পাসপোর্টের স্বাক্ষর এক ও অভিন্ন হতে হবে।
৪. গ্রাহক কর্তৃক মনোনীত নমিনীর ২ কপি সত্যায়িত ছবি দাখিল করতে হবে।
৫. কিস্তি বৈদেশিক রেমিট্যান্স এর মাধ্যমে জমা হতে হবে।
৬. প্রতি মাসের কিস্তি ঐ মাসের মধ্যে জমা হতে হবে। অগ্রিম জমা করা যাবে তবে অগ্রিম জমার জন্য সুদ প্রদান করা হবে না।
৭. অনিবাসী গ্রাহক এর ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব একই শাখায় হতে হবে এবং ঐ হিসাবের মাধ্যমে রেমিট্যেন্স প্রেরণ করতে হবে।
৮. গ্রাহকের অবর্তমানে হিসাবটি বন্ধ করা হলে হিসাবের স্থিতি যথাযথ নিয়ম অনুসরণ করে তার মনোনীত নমিনিকে প্রদান করতে হবে।
৯. কোন নাবালক/নাবালিকা অথবা যুগ্ম নামে এই স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না।
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয়১. হিসাব খোলার এক বৎসর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরৎ পাবেন।
২. হিসাবের মেয়াদ এক বৎসরের অধিক কিন্তু তিন বৎসর পর্যন্ত হলে গ্রাহক ৫% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন।
৩. হিসাবের মেয়াদ তিন বৎসরের অধিক হলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন।
সম্পর্কিত বিজ্ঞপ্তিনির্দেশ বিজ্ঞপ্তি : ৬২৯/১৫