Scheme Deposit
- অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস)
- জনতা হজ্ব ডিপোজিট স্কিম
- জনতা ডিপোজিট স্কিম (জেডিএস)
- জনতা ব্যাংক নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প
- জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (জেএমডিএস)
অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস)
হিসাবের মেয়াদকাল | ০৫ (পাঁচ) বছর |
মাসিক কিস্তির পরিমাণ | ৩০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০ |
সুদের হার | বার্ষিক ৮.৫% সরল সুদ হারে (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) |
কিস্তি প্রদানের তারিখ | মাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে) |
হিসাব খোলার নিয়মাবলী | ১. বিদেশে অবস্থানরত/কর্মরত বাংলাদেশী নাগরিক এ হিসাব খুলতে পারবেন। ২. হিসাব খোলার ফর্মে ও নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহকের স্বাক্ষর, তিন কপি ছবি, পাসপোর্টের ১ম সাত পাতার ফটোকপিসহ সমুদয় কাগজপত্রাদি সত্যায়িত করে প্রেরণ করতে হবে। ৩. হিসাব খোলার ফরম, নমুনা স্বাক্ষর কার্ড ও পাসপোর্টের স্বাক্ষর এক ও অভিন্ন হতে হবে। ৪. গ্রাহক কর্তৃক মনোনীত নমিনীর ২ কপি সত্যায়িত ছবি দাখিল করতে হবে। ৫. কিস্তি বৈদেশিক রেমিট্যান্স এর মাধ্যমে জমা হতে হবে। ৬. প্রতি মাসের কিস্তি ঐ মাসের মধ্যে জমা হতে হবে। অগ্রিম জমা করা যাবে তবে অগ্রিম জমার জন্য সুদ প্রদান করা হবে না। ৭. অনিবাসী গ্রাহক এর ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব একই শাখায় হতে হবে এবং ঐ হিসাবের মাধ্যমে রেমিট্যেন্স প্রেরণ করতে হবে। ৮. গ্রাহকের অবর্তমানে হিসাবটি বন্ধ করা হলে হিসাবের স্থিতি যথাযথ নিয়ম অনুসরণ করে তার মনোনীত নমিনিকে প্রদান করতে হবে। ৯. কোন নাবালক/নাবালিকা অথবা যুগ্ম নামে এই স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না। |
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধে করণীয় | ১. হিসাব খোলার এক বৎসর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরৎ পাবেন। ২. হিসাবের মেয়াদ এক বৎসরের অধিক কিন্তু তিন বৎসর পর্যন্ত হলে গ্রাহক ৫% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন। ৩. হিসাবের মেয়াদ তিন বৎসরের অধিক হলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন। |
সম্পর্কিত বিজ্ঞপ্তি | নির্দেশ বিজ্ঞপ্তি : ৬২৯/১৫ |
জনতা হজ্ব ডিপোজিট স্কিম
হিসাবের মেয়াদকাল | ১ থেকে ২০ বছর |
মাসিক কিস্তির পরিমাণ | মেয়াদভেদে কিস্তির পরিমাণ নির্ধারিত হবে। |
সুদের হার | সম্পূর্ণ সুদ মুক্ত |
কিস্তি প্রদানের তারিখ | মাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে) |
হিসাব খোলার নিয়মাবলী | ১. প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক। ২. জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন/ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি। ৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৪. হিসাবধারী কর্তৃক সত্যায়িত নমিনির ১ কপি ছবি। ৫. যুগ্ম নামে ও একই নামে একাধিক হিসাব খোলা যাবে। |
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করত করণীয় | আমানতকারী যে কোন সময় তার হিসাব বন্ধ করে জমাকৃত আমানত উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে কোন ব্যাংক চার্জ/ফি আরোপ করা হবে না তবে সরকারী বিধি মোতাবেক চার্জ প্রযোজ্য হবে। |
সম্পর্কিত বিজ্ঞপ্তি | নির্দেশ বিজ্ঞপ্তি : ৭৬৩/২০১৭ |
জনতা ডিপোজিট স্কিম (জেডিএস)
হিসাবের মেয়াদকাল | ০৫ (পাঁচ) বছর |
মাসিক কিস্তির পরিমাণ | ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০ এবং ২৫০০০ টাকা |
সুদের হার | বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) |
কিস্তি প্রদানের তারিখ | মাসের ১ হতে ১০ তারিখ পর্যন্ত |
হিসাব খোলার নিয়মাবলী | ১. প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক। ২. জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি। ৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৪. হিসাবধারী কর্তৃক সত্যায়িত নমিনির ১ কপি ছবি। ৫. যুগ্ম নামে ও একই নামে একাধিক হিসাব খোলা যাবে না। ৬. নাবালকের নামে অভিভাবক কর্তৃক হিসাব খোলা/পরিচালনা করা যাবে। |
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করত করণীয় | ১. এক বছর উত্তীর্ণ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করা হলে নিয়মানুযায়ী আবগারী শুল্ক ও অন্যান্য পাওনা কর্তনের পর অবশিষ্ট অর্থ সুদ প্রদান ব্যতিরেকে আমানতকারীকে ফেরত দেওয়া হবে। ২. ১ হতে ৫ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে নিয়মানুযায়ী আবগারী শুল্ক, উৎসে কর ও অন্যান্য পাওনা কর্তনের পর প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদের হারে সরল সুদ প্রদান করা হবে। |
সম্পর্কিত বিজ্ঞপ্তি | নির্দেশ বিজ্ঞপ্তি : ৭৬৪/২০১৭ |
জনতা ব্যাংক নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প
হিসাবের মেয়াদকাল | ০৫(পাঁচ) বছর ও ১০(দশ)বছর। |
মাসিক কিস্তির পরিমাণ | ১,০০০/-, ১,৫০০/-; ২,০০০/-; ২,৫০০/-; ৩,০০০/-; ৫,০০০/-; ১০,০০০/-; ১৫,০০০/-; ২০,০০০/- ও ২৫,০০০/- |
সুদের হার | ৬.০০% |
কিস্তি প্রদানের তারিখ | ০১ তারিখ হতে ১০ তারিখ |
হিসাব খোলার নিয়মাবলী | ১). ১৮ আঠারো বছর বা তদুর্ধ্ব বয়স্ক সুস্থ মস্তিস্ক সম্পন্ন বাংলাদেশী নারী। ২). জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি; ৩). হিসাবধারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি কর্তৃক সত্যায়িত; ৪). নমিনির ১(এক) কপি ছবি, হিসাবধারী কর্তৃক সত্যায়িত; ৫) সকল প্রামাণিক দলিলের ফটোকপি, ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি কর্তৃক সত্যায়িত হতে হবে। |
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করত করণীয় | ১). ১(এক) বছর উত্তীর্ণ হওয়ার আগে হিসাব বন্ধ করা হলে বা হিসাব ধারীর মৃত্যু হলে কোন প্রকার সুদ প্রদান করা হবে না। ২). ১-৫(এক হতে পাঁচ) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে বা হিসাব ধারীর মৃত্যু হলে সঞ্চয়ী হিসাবের সুদ হারে সরল সুদ প্রদান করা হবে । ৩). ৫-১০ (পাঁচ হতে দশ) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে বা হিসাবধারীর মৃত্যু হলে ৫(পাঁচ) বছর মেয়াদান্তে প্রদেয় অংক (5 Years Maturity Amount) প্রদান করা হবে। ৫(পাঁচ) বছরের সমসংখ্যক কিস্তির পরের অবশিষ্ট কিস্তি ও ৫(পাঁচ) বছর পরের অবশিষ্ট সময়ের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের সুদ হারে সরল সুদ প্রদান করা হবে। **সকল ক্ষেত্রে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর পাওনা পরিশোধ করা হবে** |
সম্পর্কিত বিজ্ঞপ্তি | InsCircular-915.pdf |
জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (জেএমডিএস)
হিসাবের মেয়াদকাল | ৩ , ৪, ৫ , ৬ , ৭ , ৮ , ৯ , ১০, ১২, ১৫ বছর |
মাসিক কিস্তির পরিমাণ | ২৫৩৭০, ১৮৪৭০, ১৪৩৫০, ১১৬১০, ৯৬৬০, ৮২০০, ৭০৭০, ৬১৮০, ৪৮৪০, ৩৫৩০ |
সুদের হার | ৬%(চক্রবৃদ্ধি) |
কিস্তি প্রদানের তারিখ | প্রতি মাসের ১১ তারিখ থেকে ২০ তারিখ (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে) |
হিসাব খোলার নিয়মাবলী | প্রতি মাসের ১১ তারিখ হতে ২০ তারিখের মধ্যে
১. জনতা ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় নিম্নলিখিত নিয়মাচার পরিপালন সাপেক্ষে বর্ণিত স্কীমের আওতায় হিসাব খোলা যাবে। ক) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি; খ) হিসাবধারীর সদ্য তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি; গ) নমিনির ১(এক) কপি ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত); ঘ) সকল দলিলের ফটোকপি অত্র ব্যাংকের সিনিয়র অফিসার ও তদুর্ধ্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ২. প্রাথমিক জমা: অনুচ্ছেদ ২.১ এ প্রদর্শিত নির্দিষ্ট মেয়াদ এর জন্য নির্ধারিত মাসিক কিস্তিঅনুযায়ী। ৩. হিসাব খোলার ফরমে বিশেষ করে হিসাবের মেয়াদ, মাসিক কিস্তি লেখার ক্ষেত্রে কোনরূপ কাটাকাটি, ঘষামাজা, উপরিলিখন, পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। ৪. যুগ্ম নামে এ প্রকল্পের আওতায় হিসাব খোলা যাবে না। একই নামে একাধিক হিসাব খোলা যাবে না (অন্য শাখায় হলেও) ৫. এ প্রকল্পের আওতায় খোলা হিসাব হতে হিসাব স্থানান্তর ফি, (এক শাখা হতে অন্য শাখায় হিসাব স্থানান্তর করা হলে), হিসাব পরিচালনা ফি (AMF), এসএমএস (SMS) চার্জ বাবদ কোন টাকা কর্তন করা হবে না; |
মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করত করণীয় | হিসাবধারী ইচ্ছা করলে যে কোন সময় সংশ্লিষ্ট শাখা প্রধানের বরাবরে লিখিত আবেদন করে হিসাব বন্ধ করতে পারবেন। লিখিত আবেদনের মাধ্যমে হিসাব বন্ধ করা হলে অথবা মেয়াদ উত্তীর্ণের আগে হিসাবধারীর মৃত্যু হলে নিন্মোক্ত নিয়মাবলি পরিপালনযোগ্য হবে: ১. ০১ (এক) বছর উত্তীর্ণ হওয়ার আগে হিসাব বন্ধ করা হলে অথবা হিসাবধারীর মৃত্যু হলে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর অবশিষ্ট টাকা হিসাবধারীকে/নমিনিকে ফেরৎ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোন প্রকার সুদ প্রদান করা হবে না; ২. ০১ (এক) বছরের বেশি কিন্তু ০৩ (তিন) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে অথবা হিসাবধারীর মৃত্যু হলে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর মাসিক প্রোডাক্ট এর ভিত্তিতে গ্রাহক প্রদত্ত জমা টাকার ওপর ৩% হারে সরল সুদ প্রদানপূর্বক হিসাবধারীকে/নমিনিকে অর্থ ফেরৎ দেওয়া হবে; ৩. ০৩ (তিন) বছরের বেশি কিন্তু ০৫ (পাঁচ) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে বা হিসাবধারীর মৃত্যু হলে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর মাসিক প্রোডাক্ট এর ভিত্তিতে গ্রাহক প্রদত্ত জমা টাকার ওপর ৪% হারে সরল সুদ প্রদানপূর্বক হিসাবধারীকে/নমিনিকে অর্থ ফেরৎ দেওয়া হবে; ৪. ০৫ (পাঁচ) বছরের বেশি কিন্তু ১০ (দশ) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে বা হিসাবধারীর মৃত্যু হলে সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর মাসিক প্রোডাক্ট এর ভিত্তিতে গ্রাহক প্রদত্ত জমা টাকার ওপর ৫% হারে সরল সুদ প্রদানপূর্বক হিসাবধারীকে/নমিনিকে অর্থ ফেরৎ দেওয়া হবে। ৫. ১০ (দশ) বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর হিসাব বন্ধ করা হলে বা হিসাবধারীর মৃত্যু হলে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর মাসিক প্রোডাক্ট এর ভিত্তিতে গ্রাহক প্রদত্ত জমা টাকার ওপর ৬% হারে সরল সুদ প্রদানপূর্বক হিসাবধারীকে/নমিনিকে অর্থ ফেরৎ দেওয়া হবে। ৬. বাংলাদেশ ব্যাংকের বিধি-নিষেধ থাকার কারণে হিসাব বন্ধের বিপরীতে কোনরূপ সার্ভিস চার্জ আদায় করা যাবে না। ৭. মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে সকল কর্তন, সুদারোপসহ হিসাবায়ন প্রক্রিয়ার সঠিকতা পুনঃপরীক্ষা পূর্বক গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করতে হবে। |
সম্পর্কিত বিজ্ঞপ্তি | Instruction Circular-1093/2021 |